• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৯:৩০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২০, ১০:২২ এএম

কোলোগনের জালে ডর্টমুন্ডের গোল উৎসব

কোলোগনের জালে ডর্টমুন্ডের গোল উৎসব
সিগনাল ইদুনা পার্কে গোল উৎসবে মেতেছিল বরুসিয়া ডর্টমুন্ড। ফটো : টুইটার

বুন্দেস লিগায় পয়েন্ট টেবিলের নিচের সারির দল এফসি কোলোগনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

গত শুক্রবার রাতে সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথম মিনিটেই জাডন সানচোর পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে স্বাগতিকদের গোল উৎসবের সূচনা করেন রাফায়েল গুয়েরেইরো। 

২৯ মিনিটের মাথায় ম্যাটস হুমেলসের কাছ থেকে বল আদায় করে মার্কো রেউস বল জালে জড়ালেও রেফারি ভিএআর প্রযুক্তির আশ্রয় নেন। পরে তিনি গোলের সংকেত দিলে দুই গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড

বিরতির পর ৪৮ মিনিটে রেউসের পাসে বল পেয়ে ডান প্রান্ত থেকে নেয়া কিকে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন জাডন সানচো। ৬৪ মিনিটের সময় কিংসকের কর্নার কিক থেকে বল পেয়ে দুরহ কোণ থেকে নেয়া বাঁ পায়ের শটে কোলোগনের পক্ষে একমাত্র গোলটি করেন মার্ক উতহ। এরপর ম্যাচের ৭৭ এবং ৮৭ মিনিটে এরলিং হ্যাল্যান্ড জোড়া গোল করলে বড় জয় নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড মাঠ ত্যাগ করে। 

এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ কম খেলা বায়ার্ন মিউনিখ সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। আরবি লিপজিগ ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। 

আরআইএস 

আরও পড়ুন