• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২০, ০২:৪৯ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

প্রথম ম্যাচে হারটা এসেছে তিন বল আগে ৫ উইকেটে। তবে পুরো ম্যাচ জুড়েই শক্ত অবস্থানে ছিল না বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ফরম্যাটে মোটামুটি ব্যর্থই বলা চলে বাংলাদেশকে। তবে ওই ম্যাচের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই বাংলাদেশ আবারও নামছে পাকিস্তানের বিপক্ষে।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকাল তিনটায়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলে এক পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ মিথুনের জায়গায় খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান। এদিকে আগের ম্যাচের একাদশে কোন পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে  স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রওফ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

আরও পড়ুন