• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২০, ০৫:২৩ পিএম

শুরুর থাক্কা সামলে উঠেছে পাকিস্তান

শুরুর থাক্কা সামলে উঠেছে পাকিস্তান

 

১৩৬ রানের লক্ষ্য, পাকিস্তানের ব্যাটসম্যানদের খুব একটা তাড়া থাকার কথা নয়। শুরুটা তাই ধীরস্থিরই করলেন দুই ওপেনার। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও প্রথম ওভারে নিয়ে আসলেন অফ স্পিনার মেহেদী হাসানকে। তাও ওভার থেকে পাকিস্তান তুললো মোটে ১ রান। 

সেই চাপ বোধ হয় সহ্য হলো না ওপেনিংয়ে খেলতে নামা আহসান আলীর। ৭ বল থেকে ০ রান করে তিনি সাজঘরে ফেরত গেলেন শফিউল ইসলামের বলে। উড়িয়ে মারতে গিয়েছিলেন আহসান, কিন্তু তার বল গন্তব্য খুঁজে নেয় মিড অফে দাঁড়িয়ে থাকা রিয়াদের হাতে। তবে তার বিদায় খুব একটা সমস্যায় ফেলেনি পাকিস্তানকে। 

সে ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক বাবর আজম, যাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ ওভার ৪ বলে ৪৫ রান। ১৫ বলে ৩২ রান কলে অপরাজিত আছেন বাবর আজম। 
এমএইচবি