• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২০, ০৮:২০ পিএম

সিরিজ হেরে জয়ে ফেরার আশ্বাস রিয়াদের

সিরিজ হেরে জয়ে ফেরার আশ্বাস রিয়াদের

ফের লড়াইবিহীন হার। আগের ম্যাচে তাও ম্যাচ নেয়া গিয়েছিল ইনিংস শেষের তিন বল আগ পর্যন্ত। দ্বিতীয় ম্যাচে পারা যায়নি তাও। ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতায় এই ম্যাচেও তোলা যায়নি বড় সংগ্রহও। প্রশ্ন চিহ্ন এঁকে দেয়া ব্যাটিং লাইন আপ প্রত্যাশা পূরণ তো করতে পারেইনি, বরং ডুবিয়েছে হতাশায়। তাতে বড় হয়েছে বাংলাদেশের ম্যাচ হারের ব্যবধান। 


কিন্তু সবচেয়ে বড় যেটা ভাবনার বিষয় যেটা, সেটা কাটানো যায়নি দ্বিতীয় ম্যাচেও। ডট বলে বাংলাদেশের ক্রিকেটাররা যেন পাল্লা দিয়েছেন একে অপরকে। পাওয়ার প্লের ৬ ওভারে দিয়েছেন ব্যর্থতার পরিচয়। অথচ ধুম-ধাড়াক্কা ক্রিকেটের এই যুগে বড় সংগ্রহের পথে সবচেয়ে বেশি প্রয়োজন পাওয়ার প্লেটাকে কাজে লাগানোটাই। 


৬ ওভারে ৩০ বলে বাংলাদেশ ডট খেলেছে ২০টি। ব্যাট করেছেন চার ব্যাটসম্যান, কে কার চেয়ে বেশি ডট বল খেলতে পারেন , সে লড়াইটাই যেন চললো পুরো ম্যাচটা জুড়ে। ওই ছয় ওভারে তামিম ইকবাল ১৭ বলে ৮টি, মেহেদী ১২ বলে ৮টি, লিটন ৬ বলে ৩ টা, নাইম ১ বলে খেলেছেন ১ ডটবল। তাতে রান তোলার গতি হয়ে গেছে মন্থর, যা ভুগিয়েছে পুরো ইনিংস জুড়ে। বাংলাদেশে পুরো ২০ ওভার খেলে তুলেছে মাত্র ১৩৬ রান।  


রিয়াদও যে আরেকটু বেশি রান করার কথা বললেন ম্যাচ শেষে, তাতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তো ওই ডটবলগুলোই, ম্যাচশেষে তা সরাসরি না বললেও টাইগার অধিনায়ক বলেন এভাবে,  ‘হেরে হতাশ হয়েছি। তামিম ছাড়া আমরা কেউই ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারিনি। ১৫০-১৬০ রান করা উচিত ছিল।’
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নাকি পাকিস্তানের বোলারদের কৃতিত্ব? রিয়াদ এটিকে দেখছেন এভাবে, ‘এখানে পাকিস্তানের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। আমরাও ভালোভাবে শেষ করতে পারিনি। আমাদের কঠোরভাবে ফিরে আসতে হবে এবং ম্যাচ জিততে হবে।’


আগের ম্যাচেই টস জিতে ব্যাটিং নিয়ে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচশেষে কোচ রাসেল ডমিঙ্গো সে সিদ্ধান্তের পক্ষে জানান দেন নিজের অবস্থানের, ‘আমরা খুব ভালো করেই জানি পাকিস্তান ডিফেন্ড করাতে কতটা ভালো। ওদের ডেথ বোলিং টা বেশ ভালো। আমাদের তাই প্ল্যান ছিল আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলে সেটা ডিফেন্ড করা। দুর্ভাগ্যজনকভাবে তেমনটা হয়নি।’


সঙ্গে স্মরণ করিয়ে দেন দুই দলের শক্তির ব্যবধানও, ‘প্রথম ম্যাচে আমরা ১৫ রানের মতো কম করেছিলাম। আজ খুব সম্ভবত ২৫ রানের মতো কম করেছি। পাকিস্তান র‌্যাংকিংয়ের ১ নম্বর দল, আমরা র‌্যাংকিংয়ের ৯ নম্বর দল। পার্থক্য টা স্পষ্ট, এই পার্থক্য কমাতে অনেক কাজ করতে হবে।’

এমএইচবি

আরও পড়ুন