• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৯:১৭ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ০৯:১৭ এএম

শালকেকে উড়িয়ে দিয়ে দুইয়ে বায়ার্ন

শালকেকে উড়িয়ে দিয়ে দুইয়ে বায়ার্ন
শালকের বিপক্ষে দারুণ এক গোল করেন লেয়ন গোরেটস্কার । ফটো : টুইটার

বুন্দেস লিগায় শালকেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো বায়ার্ন মিউনিখ। এই জয়ে বাভারিয়ানরা লীগে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে।

শনিবার (২৫ জানুয়ারি) আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটেই গোল পেয়ে যায় বায়ার্ন। ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি। গোল করাকে নিয়মিত ঘটনা বানিয়ে দেয়া লেভানদভস্কি চলতি লীগে সংখ্যাটিকে ২১ এ নিয়ে গিয়ে টিমো ভেরনারকে ছাড়িয়ে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

প্রথমার্ধ শেষের আগে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কারের হেড পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড টমাস মুলার।

ম্যাচের ৫০ মিনিটে কর্নার কিক থেকে বল আদায় করে লেয়ন গোরেটস্কার ডান পায়ের কিকে দারুণ এক গোল করলে বড় জয়ের পথে স্বাগতিকরা এগিয়ে যেতে থাকে। ৮ মিনিট পর লেভানদভস্কির পাসে বল নিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

৮৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহোর কাছ থেকে বল নিয়ে তা ডান পায়ের কিকে জালে পাঠিয়ে দিয়ে শালকের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জার্মান মিডফিল্ডার সের্গে জিনাব্রি।

এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৩৯। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লাইপজিগ। 

আরআইএস 

আরও পড়ুন