• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ১২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ১২:৫৭ পিএম

টেস্টে প্রথম দল হিসেবে ৫ লাখ রান করলো ইংল্যান্ড

টেস্টে প্রথম দল হিসেবে ৫ লাখ রান করলো ইংল্যান্ড
জোহানেসবার্গে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রানের কীর্তি গড়ে ইংল্যান্ড। ফটো : ওবিএন

প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান করলো ইংল্যান্ড ক্রিকেট দল। জোহানেসবার্গে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৯২ রান করেছিল ইংল্যান্ড। যার মাধ্যমে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রার পূর্ণ করে ইংলিশরা।  

১০২২টি টেস্ট খেলা ইংল্যান্ডের রান এখন ৫,০০,০০৬। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৩০ টেস্টে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪,৩২,৭০৬ রান। তৃতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৪০ টেস্টে ২,৭৩,৫১৮ রান।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ও টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নামে ইংলিশরা। এরপর প্রথম দল হিসেবে ৫০০ ও ১ হাজার ম্যাচ খেলার নজির গড়ে ইংল্যান্ড।

তালিকার নবম স্থানে আছে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথ চলা শুরু হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ১১৭টি টেস্টে ৫৩,১১৫ রান করেছে টাইগাররা। তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।

টেস্ট ক্রিকেট ইতিহাসে দলগুলোর রান          

দল                                ম্যাচ                 রান       গড়

ইংল্যান্ড (১৮৭৭-২০২০)               ১০২২             ৫,০০,০০৬     ৩২.৩৪
অস্ট্রেলিয়া (১৮৭৭-২০২০)              ৮৩০             ৪,৩২,৭০৬     ৩৪.৩৬
ভারত (১৯৩২-২০১৯)                   ৫৪০             ২,৭৩,৫১৮     ৩৪.০৩
ওয়েস্ট ইন্ডিজ (১৯২৮-২০১৯)          ৫৪৫             ২,৭০,৪৪১      ৩১.৮৫
দক্ষিণ আফ্রিকা (১৮৮৯-২০২০)        ৪৩৯              ২,১৬,৪৫২     ৩১.৯৭
পাকিস্তান (১৯৫২-২০১৯)                ৪২৭             ২,০৯,৮৬৯     ৩২.৬৩
নিউজিল্যান্ড (১৯৩০-২০২০)           ৪৪০              ২,০৪,১৭২      ২৯.২৩
শ্রীলংকা (১৯৮২-২০২০)                 ২৮৮              ১,৪৫,২১৮    ৩২.৩৩
বাংলাদেশ (২০০০-২০১৯)               ১১৭                 ৫৩,১১৫     ২৪.৪৬
জিম্বাবুয়ে (১৯৯২-২০২০)                 ১০৮                ৪৯,৮৬৯     ২৬.২৩
আফগানিস্তান (২০১৮-২০১৯)               ৪                    ১৫৮৪    ২১.৬৯
আয়ারল্যান্ড (২০১৮-২০১৯)                 ৩                    ১১৭৪    ১৯.৫৬
আইসিসি বিশ্ব একাদশ (২০০৫-২০০৫)   ১                    ৩৩৪     ১৬.৭০

 

 

 

আরও পড়ুন