• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ০৫:১৯ পিএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত 

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত 

একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। 

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকার মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে। এরপর ১৮-১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে তারা একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

২২ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি খেলার পর চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচে একে অন্যের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

এরপর টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আবারো ঢাকায় ফিরবে দুই দল। ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ। ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে।

প্রথমে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের পাঁচটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী তারা শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজও খেলবে।

একমাত্র টেস্ট : 

২২-২৬ ফেব্রুয়ারি (ঢাকা) 

ওয়ানডে সিরিজ : 

প্রথম ওয়ানডে   :  ১ মার্চ (চট্টগ্রাম) 
দ্বিতীয় ওয়ানডে :  ৩ মার্চ (চট্টগ্রাম) 
তৃতীয় ওয়ানডে  :  ৬ মার্চ (চট্টগ্রাম) 

টি-টোয়েন্টি সিরিজ

প্রথম   টি-টোয়েন্টি :   ৯ মার্চ (ঢাকা)
দ্বিতীয়  টি-টোয়েন্টি : ১১ মার্চ (ঢাকা) 

আরআইএস