• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ০৬:৫৫ পিএম

ভারতের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

ভারতের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

আগের ম্যাচে প্রথম ইনিংসে দুইশ ছাড়িয়েছিল নিউজিল্যান্ড, করেছিল ২০৩ রান। সেটা আবার ভারত টপকে গিয়েছিল পুরো এক ওভার হাতে রেখে। অকল্যান্ডে দুই দল মিলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রান তুলেছিল ৪০৭। অথচ একদিন বাদেই উল্টে গেল পুরো চিত্র। 

প্রথম ম্যাচে টস হেরে আর এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল নিউজিল্যান্ড। আগের ম্যাচে যেখানে রানবন্যা হয়েছিল, সেখানে এবার রীতিমতো ব্যর্থ কিউই ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিটা অবশ্য এগোচ্ছিল ভালোভাবেই, ৬ ওভারে তুলেছিল ৪৮ রান। কিন্তু শারদিল ঠাকুরের বলে ভারতীয় অধিনায়ক কোহলির হাতে ক্যাচ দিয়ে ৪ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৩ রান করে মার্টিন গাপটিল সাজঘরে ফেরত যেতেই যেন খেই হারায় কিউই ব্যাটিং। গাপটিলের সমান টিম সেইফারট করেন ৩৩ রান। নির্ধারিত ২০ ওভার খেলেও ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে পারেনি নিউজিল্যান্ড। 

ছোট লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ভারতেরও। লুকেশ রাহুলের ৫০ বলে অপরাজিত ৫৭ রানে ১৫ বল আর ৭ উইকেটেই জয় পেয়ে যায় বিরাট কোহলির দল।  

এমএইচবি