• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ০৭:৩৯ পিএম

তামিমের পাশে দাঁড়াচ্ছেন ম্যাকেঞ্জি

তামিমের পাশে দাঁড়াচ্ছেন ম্যাকেঞ্জি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই মোটামুটি ভালো করেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ এরপর দ্বিতীয় ম্যাচে তো ৫৩ বলে ৬৫ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকই তিনি। তবুও এই ওপেনার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ডট বলের জন্য। 


দলের সঙ্গে পাকিস্তানে না গেলেও বাংলাদেশে বসেই তামিমের জন্য পরামর্শ বাতলে দিলেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ‘সে কিভাবে খেলে সবাই জানে। একই সঙ্গে তার সঙ্গে যারা খেলে তাদের ওপরও তাকে আস্থা রাখতে হবে। ওর আশেপাশের খেলোয়াড়দেরও পারফর্ম করতে হবে। যখন দলের ব্যাটিং অর্ডারে আস্থা থাকে তখন আরও কিছু বেশি শট খেলা যায়। সে ফিরেছে দেখে আমি খুশি। সে অভিজ্ঞ খেলোয়াড়, সে জানে তার কি করা উচিত এবং বাংলাদেশের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। এটা একটা প্রক্রিয়া, তবে আমরা আরেকটু বেশি ভীতিহীন ক্রিকেটের


তামিমের উপর আস্থার কথাও জানান দিয়েছেন ম্যাকেঞ্জি, বলেছেন, ‘এবারের আগের আসরের ফাইনালে (বিপিএল) কি করেছে সবাই দেখেছে। আমার মনে হয়, আমরা সবাই চাই ওই ধরনের ইনিংস সে বেশি খেলুক। সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের একজন।’


একই সঙ্গে বাকি ব্যাটসম্যানদের স্বার্থপর হওয়ারও পরামর্শ এই প্রোটিয়া কোচের, ‘কোনো সন্দেহ নেই, বাংলাদেশ প্রতিভাবান ক্রিকেটারে পূর্ণ। তবে আমাদের আরেকটু ধারাবাহিকতা প্রয়োজন। আমি চাই দলকে জেতাতে ওদের কেউ স্বার্থপরের মতো খেলুক। নিজের জন্য স্বার্থপর নয়। সুযোগ হাতছাড়া না করার ব্যাপারে স্বার্থপর। যদি ৮০ রান করা সম্ভব হয়, এরপর সেঞ্চুরি কিংবা ১৪০ বা ডাবল সেঞ্চুরি নয় কেন?’
 

এমএইচবি