• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৭, ২০২০, ০২:৫৩ পিএম

তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিতে দেরি হচ্ছে টস

তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিতে দেরি হচ্ছে টস

সিরিজ শুরুর আগে নিরাপত্তা ইস্যুই ছিল সবচেয়ে আলোচনায়। সেটা ছাপিয়ে এখন আলোচনায় বাংলাদেশের হোয়াইট ওয়াশ লজ্জা এড়ানোর লড়াই। লাহোরে তিন ম্যাচের প্রথম দুইটিতে তেমন প্রতিদ্বন্দীতাই গড়তে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদরা। দুই ম্যাচ শেষে তাই নিশ্চিত হয়ে গেছে সিরিজ, জিতেছে পাকিস্তান। 

লাহোরে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় বিকেল তিনটায় খেলতে নামার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তার আধঘণ্টা আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। কিন্তু যেখানে বিপত্তি বাঁধিয়েছে বৃষ্টি। যে কারণে খেলা শুরু হতেও দেরি হচ্ছে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, ও মোহাম্মদ হাসনাইন। 

এমএইচবি