• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২০, ০১:১৪ পিএম

সাকিবের জায়গায় স্যার কুক

সাকিবের জায়গায় স্যার কুক

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তাতে জড়াননি। তবে গোপন করায় এক বছরের জন্য সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে। ওই নিষেধাজ্ঞার পরই তিনি সরে দাঁড়িয়েছিলেন সম্মানজনক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটি থেকে। তার সমসাময়িক সময়ে এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপও।

এই দুই জনের পরিবর্তে প্রায় তিন মাস পর নতুন দুই সদস্য বেছে নিয়েছেন এমসিসি।  সাকিবের জায়গায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক এবং বিশপের জায়গায় তারই স্বদেশি সিকি স্কেরিটকে নেয়া হয়েছে এ কমিটিতে। মূলত ক্রিকেটের বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করে থাকে এই কমিটিটি। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের অধীনে এমসিসির এ কমিটির বর্তমান সদস্যরা হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন, একই দেশের কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং, শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের চেয়ারম্যান রিকি স্কেরিট।

এ কমিটিতে নতুন দুই সদস্য পেয়ে রোমাঞ্চিত ও উচ্ছ্বসিত চেয়ারম্যান মাইক গ্যাটিং। তিনি বলেন, ‘স্যার অ্যালিস্টার কুক ও রিকি স্কেরিট এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদানের অনুরোধ গ্রহণ করায় আমি বেশ রোমাঞ্চিত।’

এমএইচবি