• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ১০:১৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২০, ১০:১৭ এএম

‘‌‌কিছু জিততে না পারলে নেইমারকে ফেরানো উচিত‌‌‌’

‘‌‌কিছু জিততে না পারলে নেইমারকে ফেরানো উচিত‌‌‌’

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এরপর বেশ কয়েকবারই গুঞ্জন ছড়িয়েছে বার্সেলোনায় ফিরছেন তিনি। কিন্তু কোনবারই তা সত্যি হয়নি। এবার নেইমারকে বার্সাতে ফেরানো পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক সহ-সভাপতি জর্দি মেস্ত্রে। আগামী গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে কাতালান ক্লাবটিতে ফেরানোর পরামর্শ তার। 

সম্প্রতি ‘নেইমারকে বার্সেলোনায় ফেরানো অসম্ভব নয়’ বলে মন্তব্য করেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল।স্প্যানিশ ক্রীড়া বিষয়ক পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেয়া এক সাক্ষাৎকারে মেস্ত্রে জানিয়েছেন, তিনি হলে দলে ফেরাতেন নেইমারকে।

‌‌‘আবেগের জায়গা থেকে দেখলে, সে (নেইমার) যেভাবে ক্লাব ছেড়েছিল, আমি তাকে দলে ফেরাতাম না। কিন্তু খেলোয়াড়ী দিক বিবেচনা করলে, হ্যাঁ, আমি তাকে ফেরাতাম।যদি আমরা কিছুই জিততে না পারি, তাহলে যেভাবেই হোক নেইমারকে ফেরানো উচিত।’

তবে বার্সায় ফিরতে হলে নেইমারকেও নিজের আচরণে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন মেস্ত্রে, ‘যদি সে ফেরে তাহলে তাকে শোধরাতে হবে। ক্লাবের বিপক্ষে করা মামলা প্রত্যাহার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং যতটুকু সম্ভব নিয়ম মেনে জীবনযাপন করতে হবে।’

নেইমারের চলে যাওয়ার সময়কার পরিস্থিতি বর্ণনা করেন মেস্ত্রে, ‘কেউ জানত না যে সে চলে যাচ্ছে। সে কাউকে কিছু বলেনি। এরপর (ক্লাব ছাড়ার পর) সে অনুতাপে কাঁদতে লাগল এবং আমাদের জানাল, সে ফিরতে চায়।’

এমএইচবি