• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৫:০৩ পিএম

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন গার্দিওলা
পেপ গার্দিওলা। ফটো : সংগৃহীত

সর্বোচ্চ ক্রীড়া আদালত কোট অব আর্বিট্রেশনে ইউরোপীয়ান নিষেধাজ্ঞার বিষয়ে ম্যানচেস্টার সিটির আপিল খারিজ হয়ে গেলেও সিটিজেনদের সঙ্গেই থাকার ইঙ্গিত দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রমতে এই তথ্য জানা গেছে।

৪৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের বরাত দিয়ে দ্য টাইমস জানিয়েছে, সিটি বোর্ড ও খেলোয়াড়দের ইতোমধ্যেই গার্দিওলা তার এই আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন। যদিও গুজব রয়েছে সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্টাস গার্দিওলার দিকে হাত বাড়িয়েছে।

গত চার বছর ধরে সিটির সঙ্গে কাজ করছেন গার্দিওলা। সূত্রটি জানিয়েছে গত শনিবারের সভায় তিনি বারবার তার আগ্রহের কথা সবাইকে জানিয়েছেন। 

স্কাই স্পোর্টস নিউজের একটি সূত্রমতে গার্দিওলা বলেছেন, ‘এই মুহূর্তে লীগে আমাদের যে অবস্থান তার পরেও আমি এখানে আছি। এমনকি তারা যদি আমাদের লীগ টুতে নামিয়ে দেয়, তারপরেও আমি এখানেই থাকবো। এখন সকলের একসঙ্গে এগিয়ে যাওয়ার সময়।’

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আগামী বুধবার প্রিমিয়ার লীগে পুনঃনির্ধারিত ম্যাচটির পরে সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি নিশ্চিত করবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ঘূর্ণিঝড় কিয়ারার কারণে গত ৯ ফেব্রুয়ারি ম্যাচটি বাতিল করা হয়েছিল।

আরেকটি পত্রিকা সূত্র জানিয়েছে, সিটিজেনের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী অন্তত ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের এই সাবেক ম্যানেজার ইতিহাদ স্টেডিয়ামেই থাকবেন। এখানে গার্দিওলা তার পুরনো বন্ধু সিটি নির্বাহী ফেরান সোরিয়ানো ও টিক্সিকি বেগিরিস্টয়ান ও চেয়ারম্যান খালদুন আল মুবারকের সঙ্গে সম্পর্কটা বেশ উপভোগ করছেন। গার্দিওলার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ‘তিনি এমন ব্যক্তি নন যিনি খারাপ সময়ে সব কিছু ছেড়ে চলে যাবেন।’

উয়েফা কর্তৃক ম্যানচেস্টার সিটিকে আগামী দুই বছরের জন্য সব ধরনের ইউরোপীয়ান আসর থেকে নিষিদ্ধ করার বিষয়টিতে সকলকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন গার্দিওলা। ২০১৬ সালে ইতিহাদ স্টেডিয়ামে আসার পর সিটিজেনদের হয়ে গার্দিওলা দুটি প্রিমিয়ার লীগ, একটি এফএ কাপে, দুটি লীগ কাপের শিরোপা জয় করেছেন।

সূত্র : বাসস

আরআইএস 

আরও পড়ুন