• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৮:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৮:৩৬ পিএম

পেশাদার শাহাদাতের বিশ্রাম নিয়ে সমস্যা নেই 

পেশাদার শাহাদাতের বিশ্রাম নিয়ে সমস্যা নেই 

বিশ্বকাপ জিতে দেশে ফিরে আসার এক সপ্তাহও হয়নি এখনো। এরই মধ্যে মাঠে নামতে হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ছয় ক্রিকেটারের। 

লম্বা বিদেশ সফরের পর এভাবে দ্রত মাঠে নামাকে ইতিবাচক চোখে দেখছেন শাহাদাত হসেন দিপু। এই অলরাউন্ডার মনে করেন, এটাই তাঁদের কাজ, ক্রিকেটই সবকিছু। এভাবে নিয়মিত খেলার মধ্যে থাকলে আগামীতে যুবারা আরও এগিয়ে যাবে।

শাহাদাত বলেন, ‌‌'দেখেন আমাদের কাজই কিন্তু এটা। হ্যা রেস্ট দরকার খেলারও দরকার। আমরা বেশি সময় পাইনি, চার- পাঁচদিন হবে। আমাদের জবই এটা, এটাই আমাদের সবকিছু। এখানে ভালো খেললে আগামীতে যাওয়াটা সহজ আরকি।'

যুব বিশ্বকাপে ৬ ম্যাচ খেললেও বোলিং করেননি শাহাদাত। কিন্তু বিকএসপিতে বোলিং করার সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছেন। ৮ ওভার বোলিং করে নেন ৩ উইকেট। জানিয়েছেন, বিশ্বকাপে বোলাররা ভালো করেছে, তাই বোলিং করতে হয়নি।

বিকএসপিতে সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছেন। যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে করেন এই যুবা। শাহাদাত বলেন, ‌'দেখেন আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে বল করিনি। এখানে উইকেট পাওয়াতে কনফিডেন্স লেভেলটা হয়তো বাড়বে যদি এটা কন্টিনিউ করতে পারি।'

এমএইচবি