• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৯:৫৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৯:৫৬ এএম

পথ আরও কঠিন হলো লিভারপুলের

পথ আরও কঠিন হলো লিভারপুলের

কোয়ার্টার ফাইনালের পথ কঠিন হলো চ্যাম্পিয়ন লিভারপুলের। শেষ ১৬ এর প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরেছে অল রেডরা।

লাকি গ্রাউন্ড আনলাকি হতে সময় লাগে না, এটাই চ্যাম্পিয়ন্স লীগ। ৮ মাস আগে যে মাঠে ষষ্ঠ শিরোপার উৎসবে মেতেছিলো লিভারপুল, সেই ওয়ান্ডা মেট্রোপলিটানোতেই বিদায়ের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়নরা।

লিভারপুল বধের কাব্য লিখতে মাত্র ৪ মিনিট সময় নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোকের কর্নার থেকে সাউল নিগেজের গোল। রবার্টসন, ফ্যাবিনেয়ার জমাট রক্ষণও এদিন ছন্নছাড়া।

লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলো স্প্যানিশ ক্লাবটি। ফন ডাইকের ভুলকে কাজে লাগাতে পারতেন আলভারো মোরাতা তবে বাধা আলিসন বেকার।

তবে সালাহ, ফিরমিনিয়ো, মানের ভয়ঙ্কর ট্রায়ো এদিন একেবারেই নখদন্তহীন। ক্লপের অধীনে ২৫১ ম্যাচে এ নিয়ে দ্বিতীয়বার একটিবারের জন্যও অন টার্গেটে শট নিতে পারেনি অল রেডরা। সালাহর হেড কিংবা হেনডারসনের শটগুলো ছিলো লক্ষ্যহীন। হতাশায় সাদিও মানে ও মোহাম্মদ সালাহকে তুলে নিতেও দ্বিধা করেননি লিভারপুল বস।

এসএমএম