• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৫:৪১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৫:৪১ পিএম

‘জিম্বাবুয়ের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশই’

‘জিম্বাবুয়ের বিপক্ষে চাপে থাকবে বাংলাদেশই’

সাদা পোশাকে বাংলাদেশের ফর্ম ভালো না অনেকদিন ধরেই। ভারত সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে স্বাগতিকরাই চাপে থাকবে বলে মনে করেন জিম্বাবুয়ের হেড কোচ লালচাঁদ রাজপুত। 

ঘরের মাটিতে খেলা থাকায় আরও বেশি চাপে থাকবে বাংলাদেশ, এমটাই মনে করেন তিনি। শেষবারের বাংলাদেশ সফরে একটি টেস্ট জিতে নেয় জিম্বাবুয়ে। একারণে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন রাজপুত।
 
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটানা হারের মধ্যে থাকলে যেকোনো দলই চাপে থাকবে। তারা অনেক বেশি চাপে থাকবে কেননা তারা ঘরের মাঠে খেলবে। তারা যেহেতু চাপে থাকবে সেক্ষেত্রে আমরা তাদের চেপে ধরতে পারি। আমরা শেষবারও তাদের বিপক্ষে ভালো খেলেছি। ওরকম চাপ সৃষ্টি করার চেষ্টা আমরা আরো করব। আন্তর্জাতিক ক্রিকেটে যারা চাপ সামলে নিতে পারে তারাই জিতে। আশা করি আমরা চাপ সামলে নিতে পারব।’

ঘরের মাটিতে সাধারণত স্পিন সহায়ক উইকেট বানায় বাংলাদেশ। উইকেট যেমনই হোক, নিজেদের সেরাটা নিঙরে দিতে চায় জিম্বাবুয়ে।

রাজপুত আরও বলেন, ‘বাংলাদেশ সবসময় স্পিন সহায়ক উইকেট বানায়। আমরা মিডিয়াম পেস বা স্পিন- দুই ক্ষেত্রেই প্রস্তুতি সেরেছি। এখন ওরা কেমন উইকেট বানায় সেটা দেখব। আমাদের দুই বিভাগেই লড়াই করার মতো।’

এমএইচবি