• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ১২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২০, ১২:৪২ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

রোমাঞ্চকর ম্যাচ জিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে শেষ ওভারের লড়াইয়ে হারিয়েছে ৫ রানে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বৃহস্পতিবার ব্রিসবেনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। খুব বেশি বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তুলে টাইগ্রেসরা। সর্বোচ্চ ৪৩ রান আসে মুর্শিদা খাতুনের ব্যাট থেকে এছাড়া ফারজানা হক ২১ ও নিগার সুলতানা করেন ১৩ রান। 

জবাব দিতে নেমে অপরপ্রান্তে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখলেও উইকেটে অবিচল থাকেন জাভেরিয়া খাতুন। দলীয় ৭৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে খাদিজাতুল কুবরার বলে সাজঘরে ফেরত যান তিনি। তার আগে করেন ৫ চারে ৩৪ বলে ৪১ রান। 

তবে মূল রোমাঞ্চটা দেখা গেছে শেষ ওভারে। ওই ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিলো ১০ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে নেন জাহানারা আলম। প্রথম বলে দুই রান নেন আলিয়া। দ্বিতীয় বলেই তাকে বোল্ড করে দেন জাহানারা। তৃতীয় বলে আবার দুই রান নেন শেষ ব্যাটসম্যান ডিয়ানা বাইগ। চতুর্থ বলে আবারও সরাসরি বোল্ড করেন জাহানারা। ফলে ৫ রানের জয় পায় বাংলাদেশ।

এমএইচবি