• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:১৩ পিএম

‘সিটিতেই ভালো আছি, রিয়াল দুর্দান্ত ক্লাব’

‘সিটিতেই ভালো আছি, রিয়াল দুর্দান্ত ক্লাব’

কয়েকদিন আগেই ইউরোপিয়ান ফুটবল থেকে ম্যানচেস্টার সিটিকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় উয়েফা। এরপর থেকেই গুঞ্জন সিটি ছাড়বেন দলের অন্যতম বড় তারকা রহিম স্টার্লিং। আর তা যদি সত্যিই হয়, তাহলে যাবেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। কিন্তু সে গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার।  

ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় সিটিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় আগামী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। পাশাপাশি আড়াই কোটি ইউরো জরিমানা করা হয় প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ অবশ্য আছে তাদের।

স্প্যানিশ পত্রিকা এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ালকে চমৎকার এক ক্লাব বলে মন্তব্য করেন স্টার্লিং। তবে সঙ্গে এটাও জানিয়েছেন ম্যানচেস্টার সিটিতেই সুখে আছেন তিনি। 

স্টার্লিং বলেন, ‘এই মুহূর্তে আমি সিটিতে আছি। আর এখানে সত্যি ভালো আছি। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত একটা ক্লাব।কিন্তু সিটির সঙ্গে এখন আমার একটা চুক্তি আছে। আর সেটাকে আমার সম্মান জানাতে হবে। তবে রিয়াল সত্যি দারুণ একটা ক্লাব।’

এমএইচবি