• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৬:০৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৬:০৮ পিএম

১২ গোল দিয়ে নিজেদের সামর্থ্য জানালো বসুন্ধরা

১২ গোল দিয়ে নিজেদের সামর্থ্য জানালো বসুন্ধরা

নানা টালবাহানা চলেছে অনেকদিন, নারী ফুটবল লীগ হবে কি হবে না এ নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। অবশেষে তা কাটিয়ে শুরু হয়েছে নারী ফুটবল লীগে। জাতীয় দলের ফুটবলারদের খেলোয়াড়দের আধিক্য থাকা বসুন্ধরা কিংস নারী লীগ শুরু করেছে বিশাল জয়ে। 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে উড়িয়ে নারী লীগ শুরু করেছে সাবিনারা। কৃষ্ণা রানী সরকার ৪টি, সাবিনা খাতুন ৩টি, মিশরাত জাহান মৌসুমী ২টি এবং শিউলি আজিম, মারিয়া মান্ডা ও নার্গিস খাতুন ১টি করে গোল করেন।

ম্যাচের শুরুতেই সাবিনা ডি-বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে বসুন্ধরাকে এগিয়ে নেন। পঞ্চম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। একাদশ মিনিটে সানজিদা আক্তারের কর্নারে কৃষ্ণার হেডে ব্যবধান আরও বাড়ে।

বিরতির খানিক আগে মৌসুমীর জোড়া গোলে স্কোরলাইন ৫-০ করে বসুন্ধরা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা সাবিনার বাড়ানো বল কৃষ্ণার পা হয়ে পেয়ে যান মৌসুমী, মাপা শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। এরপর সাবিনার সঙ্গে বল দেওয়া নেওয়া করে নিজের দ্বিতীয় ও ম্যাচের পঞ্চম গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কৃষ্ণার বাড়ানো বলে সাবিনা প্লেসিং শটে স্কোরলাইন ৬-০ করেন। ৫৪তম মিনিটে নিলুফা ইয়াসমিন নীলার আড়াআড়ি ক্রস থেকে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। একটু পর শিউলি আজিম স্পট কিকে ব্যবধান আরও বাড়ান।

৫৯তম মিনিটে ২০ গজ দূর থেকে সাবিনার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে। এরপর কৃষ্ণার ক্রস ধরে মারিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা।

৭১তম মিনিটে মারিয়ার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে। ৮৩তম মিনিটে কর্নারে নার্গিসের হেডে স্কোরলাইন ১০-০ হয়। এরপর মারিয়ার বাঁকানো কর্নার গোলরক্ষকের গ্লাভস হয়ে জালে জড়ায়। গোলমুখ থেকে স্কোরলাইন ১২-০ করেন কৃষ্ণা।