• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৭:১১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৭:১১ পিএম

তাইজুল উইকেট না পাওয়াতেই সফল হয়েছেন নাইম

তাইজুল উইকেট না পাওয়াতেই সফল হয়েছেন নাইম

পুরো দিনে ওভার করেছেন ৩৬টি। প্রায় ৪০ শতাংশ বল একাই করেছেন নাইম হাসান। এমনি এমনি তো আর অধিনায়ক মুমিনুল হক তাকে দিয়ে এত ওভার করাননি, নাইম দিনশেষে পেয়েছেন ৪ উইকেট। দলের সবচেয়ে সফল বোলার তো তিনিই। তাই তার অপেক্ষাতেই সংবাদ সম্মেলন কক্ষে বসে ছিলেন সংবাদিকরা। 

প্রতিক্ষীত সেই মানুষটি এলেন, কিন্তু কীসের কী। মাঠে সারাদিন দাপট দেখালেও, সংবাদ সম্মেলনে তো সাংবাদিকদের হতাশই করলেন নাইম হাসান।
 
‘উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না, তবুও আপনি দারুন বোলিং করেছেন, কী ছিল আসলে পরিকল্পনায়?’ শুরুতেই সাংবাদিকের বড় প্রশ্নে নাইমের জবাব ছিল এমন, ‘শুধু জায়গায় বোলিং করে যাওয়ার পরিকল্পনা ছিল’—লম্বা প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দিয়ে নাইম নিজেই হেসে দিলেন। এর চেয়ে বেশি তার বলার নেই!’

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে ছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন। ১০৭ রানের দারুন ইনিংস খেলার পর তাকে সাজঘরে ফিরিয়েছেন নাইমই। এ নিয়ে তার ভাষ্য, ‘দিনের শেষ দিকে উইকেট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। ওর উইকেট পাওয়ার পর আর আছে ৪ উইকেট। বেশির ভাগই লেজের দিকের ব্যাটসম্যান। এখন ভালো জায়গায় বোলিং করে চেষ্টা থাকবে দ্রুত ওদের অলআউট করে দেওয়া।’

নাইম সফল হলেও অন্যপ্রান্তে একটি উইকেটও পাননি আরেক স্পিনার তাইজুল ইসলাম। এটিই নাকি কাজে লেগেছে নাইমের, ‘পুরো দিনে তাইজুল ভাই উইকেট পাননি বলছেন। তিনি অন্য প্রান্তে ভালো বোলিং করেছেন বলেই আমি উইকেট পেয়েছি। আজ আমি পেয়েছি। কাল আমি যদি এক প্রান্তে ডট দিতে থাকি আরেক প্রান্তে হয়তো তাইজুল ভাই পাবেন। এভাবেই গড়ে ওঠে বোলিংয়ের জুটি।’

এমএইচবি