• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১২:১৫ পিএম

‘জার্সিটা আর পরিষ্কার করছি না, কারণ মেসি জড়িয়ে ধরেছে’

‘জার্সিটা আর পরিষ্কার করছি না, কারণ মেসি জড়িয়ে ধরেছে’

কয়েকদিন আগেই যোগ দিয়েছেন বার্সেলেনাতে। শনিবারই অভিষিক্ত হয়েছেন লা লীগায়। ড্যানিশ স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েটকে সাইন করানোয় বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল বার্সেলোনার। মূলত উসমানে দেম্বেলের ইনজুরির কারণেই লেগানেস থেকে দলে ভেড়ানো হয় তাকে।

নিজের প্রথম ম্যাচে এইবারের বিপক্ষে বদলি হিসেবে নেমে নজরও কেড়েছেন এই ফুটবলার। এইবারের বিপক্ষে ৫ গোলের জয়ে একাই ৪ গোল করেছেন মেসি। ব্রাথওয়েটের ক্রস থেকে নিজের চতুর্থ গোলটি পেয়েছেন লিওনেল মেসি।বার্সার শেষ গোলেও ভূমিকা ছিল তার। ম্যাচের পর পাস দেয়ায় মেসির কাছ থেকে অভিনন্দন পেয়েছেন বলেও জানিয়েছেন এই ড্যানিশ ফরওয়ার্ড।

ম্যাচ শেষে ব্রাথওয়েট বলেন, ‘পাসের জন্য মেসির অভিনন্দন পেয়েছি। সে অসাধারণ মানুষ। আমাকে সহজ করেছে ক্লাবে। পাস দেওয়ার সময় আমাকে খুঁজেছে। জার্সিটা আমি আর পরিষ্কার করছি না, কারণ সে আমাকে জড়িয়ে ধরেছিল। তাকে দিয়ে গোল করাতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত।’

লেগানেস থেকে ১৮ মিলিয়ন ইউরোয় বার্সায় যোগ দেন ব্রাথওয়েট। আঁতোয়ান গ্রিজমানের বদলি হয়ে মাঠে নামেন তিনি। ক্যাম্প ন্যুতে বার্সা সমর্থকেরা তখন ভালোভাবেই বরণ করে নিয়েছেন ব্রাথওয়েটকে। তিনি বলেন, ‘বরণ করে নেওয়াটা ছিল অসাধারণ ব্যাপার। এসব ছোটবেলায় টেলিভিশনে দেখেছি। এখানে খুব ভালো লাগছে। নিজেকে সুখী লাগছে।’

এমএইচবি