• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৬:৩৭ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

মাশরাফী বিন মোর্ত্তজাকে অধিনায়ক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। চমক হয়ে প্রথমবার ওয়ানডে দলে এসেছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। দুই তরুণ ব্যাটসম্যানই টি-টুয়েন্টি দলের সদস্য।

বিশ্বকাপের পর থেকে চোট বয়ে বেড়ানো অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দলে ফিরেছেন। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ফরহাদ রেজা।

আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফলতম অধিনায়ক মাশরাফীর নেতৃত্বে এটিই হতে পারে টাইগারদের শেষ সিরিজ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এই সিরিজের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ফর্ম ও ফিটনেস ঠিক থাকলেই কেবল স্কোয়াডে বিবেচনায় আসবেন মাশরাফী।

বাংলাদেশের ওয়ানডে দল

মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

এসএমএম