• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৬:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৬:৩৭ পিএম

ছেলের ডায়নোসর পছন্দ, তাই অমন উদযাপন মুশফিকের

ছেলের ডায়নোসর পছন্দ, তাই অমন উদযাপন মুশফিকের

বাংলাদেশের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে আবারও তা জানান দিয়েছেন মুশফিকুর রহিম। নিজের তৃতীয় দ্বিশতকটি হাঁকিয়েছেন তিনি। বাংলাদেশে এর আগে কোনো ব্যাটসম্যান করতে পারেননি দুইটি দ্বিশতকও। 

তবে তার চেয়েও বেশি নজর কেড়েছে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির উদযাপন। এমনিতে সবসময়ই একটু বাড়তি উদযাপন করে থাকেন মুশফিক। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর তার উদযাপনটা ছিল একটু ভিন্ন ধরনেরই। 

১৫৪ তম ওভারের দ্বিতীয় বলে লোভুকে চার মেরে ডাবল পূর্ণ করেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ডাবল হাঁকানোর পর ব্যাট, হেলমেট খুলেই চেহারায় আগ্রাসী এক ভাব প্রদর্শন করেন মুশফিক, অনেকটা কাউকে ভয় পাওয়ানোর মত দৃশ্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই কৌতুহলী প্রশ্ন উদযাপনে কি বোঝানোর চেষ্টা? 

‘এটা (উদযাপন) আমি আগে থেকে চিন্তা করি নাই। ডাবল হান্ড্রেড করার পরে, আমার ছেলে আসলে ডাইনোসরের খুব বড় ফ্যান। ও সবসময় ডাইনোসর দেখলে অন্যরকম সেলিব্রেশন করে। সেইটাই জাস্ট করার চেষ্টা করছিলাম। তো আমার ডাবল সেঞ্চুরিটা ওর জন্য।’

এসময় মুশফিক আরও জানান, সেঞ্চুরি পূরণ করার পরপরই তার পরিকল্পনায় চলে এসেছিল ডাবল সেঞ্চুরির কথা। নিখাদ ব্যাটিং উইকেটে ধৈর্য ও মনোযোগ ধরে রেখে দ্বিশতকে পৌঁছতে পেরেছেন বলে মন্তব্য করেন মুশফিক।

তিনি বলেন, ‘একশ করার পরই মনে হয়েছিলো, এ উইকেটে মনোযোগ ও ধৈর্য ধরে রাখলেই দুইশ করা সম্ভব। আমরা সচরাচর এমন উইকেট পাই না। ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিলো আজকের উইকেট। এছাড়া জিম্বাবুয়ের বোলিংও সত্যি বলতে খুব চ্যালেঞ্জিং ছিল না।’

কিন্তু মুশফিক সরাসরি জানালেন ছিল না এমন কোন বার্তা, তবে ডাবলের পর উদযাপন করবেন ছেলের জন্য ছিল পূর্ব পরিকল্পনা। মুশফিক যোগ করেন, ‘সেঞ্চুরির পরের উদযাপনটা কারো উদ্দেশ্যে ছিলো না। আমি আসলে এরকম করে, আমার যতটুকু ক্যারিয়ারই হয়েছে প্রতিশোধ বা প্রতিবাদের জন্য সেলিব্রেশন করিনাই। আমি সবসময় মনে করি যে আমি আমার নিজের সঙ্গে ফাইট করি। যতটুকু খেলি বা যত ম্যাচই খেলি। সত্যি কথা বলতে প্রি প্ল্যান ছিলো না। ইন শা আল্লাহ ডাবল সেঞ্চুরিটা যদি করতে পারি আমার ছেলের জন্য করবো। ইন্সপায়ার ছিলো যেইটা আমাকে পুশ করেছে।’

এমএইচবি