• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১২:০০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১২:০০ পিএম

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংস সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৫ উইকেটে ১১৪ রান। স্বাগতিকদের চেয়ে তারা এখনো ১৮১ রানে পিছিয়ে আছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ২ উইকেটে ৯ রান নিয়ে জিম্বাবুয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। দলীয় ১৫ রানের মাথায় তাইজুল ইসলামের বলে দ্বিতীয় স্লিপে থাকা মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার কেভিন কাসুজা। 

অভিজ্ঞ ব্র্যান্ডন টেলর ১৭ রানের বেশি করতে পারেননি। দলীয় ৪৪ রানের মাথায় তিনি নাঈম হাসানের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাইজুলের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। পঞ্চম উইকেটে অধিনায়ক গ্রেইগ আরভিন ও সিকান্দার রাজা হাত খুলে ব্যাট করে রানের গতি বাড়ানোর চেষ্টা করতে থাকেন। তাদের গড়া ৬০ রানের জুটি ভাঙে মুমিনুল হকের সরাসরি থ্রোয়ে ৪৩ রান করা আরভিনের রান আউটে। 

প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট পাওয়া নাঈম হাসান ৪৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। অপর উইকেটটি নিজের ঝুলিতে ভরেছেন তাইজুল ইসলাম।

আরআইএস 

আরও পড়ুন