• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৮:৪৩ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০৮:৪৩ এএম

গ্রিজম্যানের গোলে নাপোলির বিপক্ষে কষ্ট করে ড্র বার্সার

গ্রিজম্যানের গোলে নাপোলির বিপক্ষে কষ্ট করে ড্র বার্সার

প্রথমে তো হারের শঙ্কাই উঁকি দিয়েছিল বার্সেলোনা সমর্থকদের মনে। ড্রিস মের্টেন্সের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নাপোলি। শেষ পর্যন্ত আঁতোয়ানো গ্রিজম্যানেই রক্ষা। ম্যাচের ৫০তম মিনিটে তার গোলেই চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কেকে সেতিয়েনের শিষ্যরা। 

মঙ্গলবার স্বাগতিকরা যেন জমাট রক্ষণ গড়েছিল, যেটা ভাঙার কোনো পথ প্রথমার্ধে খুঁজে পাননি লিওনেল মেসি- গ্রিজমানরা। প্রথমার্ধে বার্সেলোনা লক্ষ্যে রাখতে পারেননি কোনো শট। ২৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে একটি সুযোগ আসে বার্সেলোনার সামনে। বল পায়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন মেসি। বামে অরক্ষিত গ্রিজমানকে বল বাড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোস্তাস মানোলাস কোনোমতে ঠেকিয়ে দেন।

প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা নাপোলি দশম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয়। দুর্বল সেই শটে কোনো বিপদ ছিল না। ৩০তম মিনিটে লক্ষ্যে থাকা পরের শটে এগিয়ে যায় স্বাগতিকরা। মের্টেন্সের এই গোলে দায় আছে জুনিয়র ফিরপোর। নিজেদের অর্ধে তিনি বল হারালে পিওতর জিলিনিস্কির পা ঘুরে বল পান অরক্ষিত মের্টেন্স। ডি বক্সে ঢুকে বুলেট গতির শটে খুঁজে নেন জাল। এই গোলে নাপোলির হয়ে সর্বোচ্চ গোলের তালিকার চূড়ায় থাকা মারেক হামসিককে (১২১) স্পর্শ করলেন বেলজিয়ান এই ফরোয়ার্ড। 

দ্বিতীয়ার্ধে নিজেদের পুরোপুরি গুটিয়ে নেয় নাপোলি। বার্সেলোনাকে এতো জায়গা দেওয়ার মাশুল দেয় গোল হজম করে। সের্হিও বুসকেতসের ডিফেন্স চেরা পাস পেয়ে নেলসন সেমেদো নিচু ক্রসে খুঁজে নেন গ্রিজমানকে। বাকিটা সহজেই সারেন ফরাসি এই ফরোয়ার্ড। 

সমতা ফেরার পর গা ঝাড়া দেয় নাপোলি। ৬১তম মিনিটে আবার প্রায় এগিয়ে যাচ্ছিল। লরেন্সো ইনসিনিয়ের শট ঝাঁপিয়ে কোনো মতে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর মেরে দারুণ একটি সুযোগ নষ্ট করেন হোসে কায়েহন।

দুই দলের সামনেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কেউই কাজে লাগাতে পারেনি সুযোগ। আগামী ১৮ মার্চ ফিরতি লেগে কাম্প নউয়ে মুখোমুখি হবে দল দুটি।

হলুদ কার্ডের জন্য ওই ম্যাচে খেলা হবে না বুসকেতসের। ফাউল ও প্রতিক্রিয়ার জন্য দুটি হলুদ কার্ড দেখে ৮৯তম মিনিটে মাঠ ছাড়েন আর্তুরো ভিদাল। ঘরের মাঠের ম্যাচে তাকেও পাবে না বার্সেলোনা।


এমএইচবি