• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২০, ০২:৪৪ পিএম

ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে সেঞ্চুরি হাঁকালেন জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোববার (১৫ মার্চ) পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে এ সেঞ্চুরি হাঁকান তিনি।
 
৯৯ রানে থাকা মুশফিক চার মেরে সেঞ্চুরি পূরণ করেন। ১১১ বলে ১০৩ রানের মধ্যে ৭টি চারের মারের সাথে ৩টি ছক্কা হাঁকান মুশফিকুর রহিম।

সেঞ্চুরি করার পর নিজের ইনিংস বেশি দূরে নিতে পারেননি মুশফিক। জয়নুল ইসলামের বলে রনি হোসেনের হাতে ক্যাট বন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১২৭ রানের আউট হয়ে যান তিনি। ১২৩ বলে ১১টা চার ও চারটি ছয়ের মারে এ রান করেন মুশফিকুর রহিম।  

এর আগে সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরটির নামকরণ করা হয়েছে ‌‘বঙ্গবন্ধু ডিপিএল’।

উদ্বোধনী দিনে ঢাকা ছাড়া আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকালে একই সময়ে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস। এছাড়া দিনের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন।

এমএইচবি