• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৬, ২০২০, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৬, ২০২০, ০২:৫১ পিএম

পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ স্থগিত

পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ স্থগিত
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় পাকিস্তানে সফর করে বাংলাদেশের ক্রিকেট দল ● বিবিসি বাংলা

১ এপ্রিল (বুধবার) করাচীতে যে ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কারণে সেটি স্থগিত করা হয়েছে।

৫ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা সেটিও স্থগিত করা হয়েছে। অর্থাৎ পরবর্তী কোনও ঘোষণা না আসা পর্যন্ত পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখানে বলা হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড পরবর্তীতে ভেবে দেখবে নতুন কোনও তারিখের জন্য।

এর আগে ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১০ তারিখ একটি টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান ও বাংলাদেশ যেটি রাওয়ালডিন্ডিতে অনুষ্ঠিত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে এই টেস্ট ম্যাচে পাকিস্তান ইনিংস ও ৪৪ রানে বাংলাদেশকে হারিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছে এই সফর স্থগিত হওয়ার ব্যাপারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এর আগেই বাংলাদেশের পাকিস্তান সফরের বাকি অংশ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে পাকিস্তান সফর করা বেশ কঠিন।

পাপন বলেন, ক্রিকেটারদের পরিবারও করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন। এ আশঙ্কার মধ্যে তারা নিজেদের সন্তানদের ক্রিকেট খেলতে পাঠাতে রাজি নয়। তাই আমি মনে করি, এখন পাকিস্তান সফর করা আমাদের জন্য কঠিন।

শনিবার (১৪ মার্চ) এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান।

এসএমএম