• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৭:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২০, ০৩:৩৫ পিএম

মাশরাফীর ভিডিওবার্তা

‘এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়’

‘এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়’
মাশরাফী বিন মোর্ত্তজা ● ফেসবুক থেকে নেয়া

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমনে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের মানুষদের সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন দেশের তারকা খেলোয়াড়রা। প্রায় প্রতিদিনই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের মানুষকে সচেতন করতে সাহস দিয়ে যাচ্ছেন কেউ না কেউ।

বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংগঠনদের দিক-নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের মতো ক্রিকেটাররা।

সোমবার (২৩ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে করোনাভাইরাস থেকে সর্তক থাকতে পোষ্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ছোট্ট ছড়ার ছলে মাশরাফী লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’

এর আগে ফেসবুকে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছিলেন মাশরাফী।

মাশরাফীর মত সাকিব-তামিম-মুশফিকও দিক-নির্দেশনা দেন। সাকিব তো যুক্তরাষ্ট্রে গিয়ে স্বেচ্ছা আইসোলেশনেই আছেন।

এসএমএম