• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৭:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২০, ০৭:৫৯ পিএম

ঘরে থেকে ঘাম ঝড়াচ্ছেন মুশফিক

ঘরে থেকে ঘাম ঝড়াচ্ছেন মুশফিক
ট্রেডমিলে ঘাম ঝরাচ্ছেন মুশফিকুর রহিম ● ফেসবুক থেকে নেয়া

করোনাভাইরাসের কারণে এখন বিশ্বের সব খেলাধুলাই বন্ধ। তাই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন খেলোয়াড়রা। তবে এরমাঝে নিজেদের ফিটনেস ধরে রাখতে শারীরিক কসরত ঠিকই করছেন খেলোয়াড়রা। বাদ নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। কিছুদিন আগে ট্রেডমিলে দৌঁড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন মুশি।

মঙ্গলবার (৩১ মার্চ)  ফিটনেস ধরে রাখতে কিভাবে পরিকল্পনা করেছেন সেটি দেখালেন মুশফিক। নিজের শোবার ঘরের দেয়ালে সাতদিনের রুটিন ঝুলিয়েছেন তিনি। যা অনুসরণ করছেন প্রতিদিন। এ রুটিনে রয়েছে, কতক্ষণ জিম করবেন, কখন ব্যাট হাতে নকিং করবেন।

দৌঁড়ানোর জন্য ট্র্রেডমিল, জিমের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে ফিটনেস ট্রেনিং করছেন মুশফিক। ফিটনেস ট্রেনিং শেষে ব্যাট হাতে নকিংও করছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজকের (মঙ্গলবার) রুটিনে যা যা ছিল সেটি ভিডিও করে আপলোড করেন মুশফিক। পাশাপাশি তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজকের মতো শেষ। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

এর আগেও করোনাভাইরাস নিয়ে সচেতনের জন্য প্রায় প্রতিদিনই দেশের মানুষদের প্রতি বার্তা দিয়েছেন মুশফিক।

এসএমএম