• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০, ০৮:২৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২০, ০৮:২৪ পিএম

২০ লাখ টাকার ফান্ড গঠনে সহায়তা সাকিবের

২০ লাখ টাকার ফান্ড গঠনে সহায়তা সাকিবের
সাকিব আল হাসান ● ফেসবুক থেকে

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সবকিছুই থমকে গেছে। কঠিন এই পরিস্থিতি মোকাবেলায় যে যেভাবে পারছে সহায়তার হাত বাড়িয়ে চিচ্ছে।

এগিয়ে এসেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। এরই মধ্যে তার প্রতিষ্ঠান ‘দি সাকিব আল হাসান ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ শুরু করেছিল ‘মিশন সেভ বাংলাদেশ’র সাথে।

এবার কনফিডেন্স গ্রুপের সাথে হাত মিলিয়ে হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দিতে ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে এগিয়ে এসেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এমনটাই জানিয়েছেন সাকিব ।

সাকিব আল হাসানের ফেসবুক স্ট্যাটাস

সাকিব লিখেছেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

এসএমএম