• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০৬:০৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২০, ০৬:০৬ পিএম

সেপ্টেম্বরে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব : কনমেবল

সেপ্টেম্বরে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব : কনমেবল

কোভিড-১৯ এর কারণে বিলম্বিত হচ্ছে ২০২২ সালের কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। বর্তমানে স্থগিত থাকা বাছাই পর্ব সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে ফুটবলের আঞ্চলিক নির্বাহী সংস্থাটি।

করোনাভাইরাসের কারণে মার্চ মাসের শেষের দিকে প্রথম দুই রাউন্ডের ম্যাচ শুরু করতে না পারার কারণে ফিফাকে প্রচারের কাজটি বিলম্ব করতে বলেছিল কনমেবল।

কনমেবল জানায়, ফিফার মাধ্যমে আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর এই ফরম্যাটটি প্রতিষ্ঠিত হয়েছে।

রাউন্ড রবিন ফরম্যাটে ১০টি দলই একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ফলে একটি দল ১৮টি করে ম্যাচ খেলবে। অন্যান্য মহাদেশীয় ফেডারেশনগুলোর তুলনায় যা অনেক বেশি।

প্রথম দুই রাউন্ডের সূচি পুনরায় করতে হবে বলে জানায় কনমেবল। নতুন যে কোনও সূচির জন্য ফিফার অনুমোদন নিতে হবে বলে নিশ্চিত করেছে কনমেবলের পক্ষ থেকে।

এরই মধ্যে কোপা আমেরিকা আগামী বছর পর্যন্ত স্থগিত হয়েছে। ফলে অতিরিক্ত দুই রাউন্ড খেলার সুযোগ তৈরি হয়েছে। আগামী বছরের ৩ ও ৮ জুন থেকে বিশ্বকাপ বাছাই পর্বের দু’টি রাউন্ড খেলা যাবে। আর কোপা শুরু হবে ১১ জুন থেকে।

কনমেবল বলছে- ক্লাব প্রতিযোগিতা, কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানার পুনরায় শুরুর তারিখ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। বাসস।

এসএমএম

আরও পড়ুন