• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২০, ১০:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২০, ১০:১৫ পিএম

আড্ডায় যা বললেন তামিম-মাহমুদুল্লাহ

আড্ডায় যা বললেন তামিম-মাহমুদুল্লাহ
তামিম-মাহমুদুল্লাহ

মুশফিকের পর মাহমুদুল্লাকে নিয়ে আড্ডায় অসাধারণ সময় কাটিয়েছেন তামিম। কি মিস করছেন, কি করেছেন কঠিন সময়ে, ক্যারিয়ারের বাঁক বদলের নানা ঘটনা নিয়ে মেতেছিলেন দুই টাইগার ব্যাটসম্যান। নিদাহাস ট্রফি, চ্যাম্পিয়নস ট্রফিতে ভাল ইনিংস খেলার পেছনের ঠিক কি ছিল, জানিয়েছেন মাহমুদুল্লাহ।

তারা ক্যারিয়ারে বহু বার এসেছেন মিডিয়ার সামনে। অনেক কথা বলেছেন, সমর্থকরা জানেন অনেক কিছু। সেই জানার মধ্যেও রয়ে গেছে নানা অজানা। সেই কথাগুলো জানাতেই মুশফিকের পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়ে অললাইন আড্ডায় দেশ সেরা ব্যাটসম্যান তামিম। মাঠের মানুষ করোনার দিনে খেলাকে মিস করাই স্বাভাবিক। টাইগার দুই তারকা মাঠ, আড্ডা, অনুশীলন মিস করছেন ভীষনভাবে।

বাংলাদেশে পেস অলরাউন্ডারের মতো ব্যাট হাতে ফিনিশারের অভাব দীর্ঘ দিনের। কিছু ম্যাচ জিতিয়ে হিরো হয়েছে, আবার শেষ করতে না পারায় সমালোচনাও নিতে হয়েছে। মাহমুদুল্লাহর পর কে পালন করবেন সেই দায়িত্ব। নিজের জায়গায় দেখতে পারছেন বেশ কিছু তরুণকে। অবসরের পর সৈকত, সাব্বির, আফিফকে নিজের জায়গায় দেখছেন মাহমুদুল্লাহ।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাথুরুর সাথে একটা সেশন বদলে দিয়েছে মাহমুদুল্লাহকে। পরিণত করেছে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে। সেই ধারাবাহিকতা রেখে গেছেন। ক্যারিয়ারে জুড়ে নিদাহাস ট্রফি, চ্যাম্পিয়নস ট্রফিতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, পেছনের গল্প শুনিয়েছেন মাহমুদুল্লাহ।

বিপিএলে ভাল করতে, দর্শকদের টান বাড়াতে কিছু দির্ক নির্দেশনা দিয়েছেন তামিম-মাহমুদুল্লাহ। তারা বলছেন, ক্রিকেটারদের স্বার্থে প্রিমিয়ার লিগ যে কোনো মূল্যেই হতে হবে।

এসএমএম

আরও পড়ুন