• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২০, ০৪:৪০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২০, ০৪:৪০ পিএম

তামিম অধিনায়কত্বে সফল হবে : মাশরাফী

তামিম অধিনায়কত্বে সফল হবে : মাশরাফী
অনলাইন আড্ডায় তামিম-মাশরাফী

দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের মন্ত্র, সতীর্থদের আগলে রাখা, মাঠের বাইরে নানা মজার ঘটনায় কাটিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অজানা অনেক কথা টাইগার কিংবদন্তি জানিয়েছে তামিমের সাথে অনলাইন আড্ডায়। অধিনায়ক তামিম বাংলাদেশকে সাফল্য এনে দেবেন বিশ্বাস ম্যাশের। বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহর ত্যাগ, সাকিব-মুশফিকের অবদান তুলে ধরেছেন ভক্তদের সামনে। ভবিষৎতে লিটন-সৌম্য-মুস্তাফিজদের ওপর ভরসা রাখছেন মাশরাফী।

মার্চের শুরুতে ইউরোপে যথন করোনার হানা তখন সিলেটে রাজ্য ত্যাগের করুণ সুর মাশরাফীর মনে। টাইগার কিংবদন্তি জায়গা ছেড়েছে, দেশের ভার তামিমের কাঁধে এসেছে। খেলা নেই, ঘরে বন্দি জীবন। এমন সময় সবাইকে চাঙা করতে ভার্চুয়াল জগতে মাশরাফী-তামিম। সাবেক ও বর্তমান অধিনায়ক এক ফ্রেমে, অধিনায়কত্বের বিষয়টা চলে আসলো বারবার।

মাশরাফী খোলা বইয়ের মতো নিজের কৌশল, পরিকল্পনা, দর্শন, সাফল্যের রহস্য একে একে বলে গেলেন। কিভাবে সতীর্থদের আগলে রাখেছেন, জানালেন অকপটে।

ক্যারিয়ারে ভাল সময় কাটিয়েছেন সাকিব-মুশফিক-তামিম-মাহমুদুল্লাহর সাথে। পঞ্চপাণ্ডবের এক মাহমুদুল্লাহর অবদান বারবার স্বরণ করেছেন।

শুধু ক্রিকেটের আড্ডাতেই সীমাবদ্ধ থাকেননি দুজন। নানা অজানা কথা, ক্যারিয়ার জুরে মজার ঘটনার স্মৃতি রোমন্থন, হাসি-ঠাট্টায় মেতেছিলেন তামিম-মাশরাফী।

করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তামিম-মাশরাফী দুজনই। আড্ডায় পরস্পরকে সাধুবাদ জানিয়েছেন তারা।

তামিম তার আড্ডায় বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের আনা ইচ্ছা প্রকাশ করেন। এ সময় কয়েক প্রজন্মের সঙ্গে খেলার স্মৃতি রোমন্থন করেছেন মাশরাফী।

মাশরাফীর পর তামিমের ভার্চুয়াল আড্ডায় সৌম্য-লিটনকে একসাথে দেখা যাবে। পেসার জুটি তাসকিন-রুবেলকেও এক ফ্রেমে আনার ইচ্ছা তামিমের। ইন্ডিপেন্ডেন্ট।

এসএমএম

আরও পড়ুন