• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২০, ০২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২০, ০২:১৫ পিএম

২০২০ সালের দ্য বেস্ট পুরস্কার বাতিল করেছে ফিফা

২০২০ সালের দ্য বেস্ট পুরস্কার বাতিল করেছে ফিফা

করোনাভাইরাস (কোভিড-১৯) কারণে সেই মার্চ থেকে স্থগিত হয়ে আছে বিশ্বজুড়ে সব ফুটবল টুর্নামেন্ট। সেই সঙ্গে স্থগিত বিশ্বকাপের বাছাইপর্ব সহ ফিফার সকল কার্যক্রমও।

এবার সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে ফিফা। ইতালির মিলান এবারের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে করোনাভাইরাসের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে ফুটবলে সর্বচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার ফলে এ বছর কোনও ফুটবলারকে ‘দ্য বেস্ট’ উপাধি দেয়া হবে না।

২০২০ সালের দ্য বেস্ট খালি রাখা হবে বলেও জানা গেছে।

করোনাভাইরাসের মহামারির কারণে এখন পর্যন্ত ফিফার সব প্রকার টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। কেবল  ফিফা ক্লাব বিশ্বকাপ এখন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়নি। চলতি বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ আবুধাবিতে ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএমএম

আরও পড়ুন