• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২২, ২০২০, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০২০, ০৩:৪২ পিএম

সৌরভকে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান স্মিথ

সৌরভকে আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান স্মিথ

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

বর্তমানে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্বরত স্মিথ বলেছেন, আইসিসির নেতৃত্বে একজন যোগ্য ব্যক্তির খুব প্রয়োজন।

চলতি মাসেই শেষ হচ্ছে বর্তমান আইসিসি চেয়ারম্যান ভারতের শশাঙ্ক মনোহরের মেয়াদ। মনোহর আগেই জানিয়েছিলেন, তিনি আর নতুন করে এই দায়িত্ব নিতে চান না। একটি টেলিকনফারেন্সে বৃহস্পতিবার (২১ মে) স্মিথ বলেছেন, ‘কোভিড পরবর্তী সময়ে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনে যোগ্য নেতৃত্ব দরকার। সময় এসেছে এমন একজনকে দায়িত্ব দেয়ার যে আধুনিক ক্রিকেটের সংস্পর্শে আছে, আবার যার মধ্যে নেতৃত্ব দেয়ার গুণটাও আছে।'

এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও বলেছিলেন, আইসিসিকে নেতৃত্ব দেয়ার যোগ্য ব্যক্তি সৌরভ। আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচন নিয়ে ২৮ মে (বৃহস্পতিবার) আইসিসির সভায় আলোচনা হওয়ার কথা। 

স্মিথ আরও বলেছেন, খুব ভালো লাগবে যদি সৌরভের মতো একজন আইসিসির নেতৃত্বে আসে। সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হলে ক্রিকেটেরই উপকার হবে। সৌরভ খেলাটা খুব ভালো বোঝে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটও খেলেছে। তাছাড়া তাকে সবাই সম্মানও করে।

এসএমএম

আরও পড়ুন