• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৫, ২০২০, ০৮:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২০, ০৮:১২ পিএম

লেখা ও ছবি

করোনাকালে দেশে দেশে ঈদ জামাত

করোনাকালে দেশে দেশে ঈদ জামাত
ঈদ জামাতে অংশ নেয়ার আগে এক শিশুর শরীরের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে ● ইন্টারনেট

শারীরিক দূরত্ব মেনে ঈদ জামাত

.......

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রুখতে লকডাউন আর শারীরিক দূরত্ব রক্ষার মধ্যে দিয়ে বিশ্বের নানা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে এই উৎসবে শুরু হয়। কিন্তু বহু দেশে এবারের ঈদে দেখা গেছে ভিন্নরূপ। ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে রমজান মাসের বিদায় এবং ঈদের সূচনা হলেও একেক দেশে ঈদুল ফিতর একে দিনে পালিত হয়। যেমন- সোমালিয়া কিংবা ইথিওপিয়ায় ঈদ পালিত হয়েছে শনিবার (২৩ মে)। ইউরোপের দেশগুলোতে এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ঈদ হয়েছে রোববার (২৪ মে)। বাংলাদেশসহ বেশ ক‌’টি দেশে এই ঈদ পালিত হয়েছে সোমবার (২৫ মে)। তারই কিছু ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। দেখে নেয়া যাক তারই কিছু ঝলক। গ্রন্থনা— এসএম মুন্না

ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশে বাইতুর রাহমান মসজিদে ঈদের জামাত।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন প্যালেস্টাইনরা। জায়নামাজ দিয়ে মাথা ঢেকে নেয়া রাখতে দেখে গেছে এক শিশুকে ছবি তোলার ঠিক মুর্হূতে। 

প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড এমনতেই খুব জনবহুল এবং এর স্বাস্থ্য ব্যবস্থাও নড়বড়ে। সেখানে শনিবার (২৩ মে) প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে।

পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতেও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

ইতালির রোম শহরে ঈদের জামাতে আগত মুসল্লিদের তাপমাত্রা মেপে দেয়া হয়।

পাকিস্তানের পেশোওয়ারে ঈদের জামাতের আগে জীবণুনাশক স্পে করা হচ্ছে।

চেচনিয়ার রাজধানী গ্রোজনির এক মসজিদে ব্যবহারের জন্য মুসল্লিদের মধ্যে গ্লাভস বিতরণ করছেন মাস্ক পরিহিত এক ভলান্টিয়ার।

তেহরানে এক মসজিদে ঈদের জামাতে করোনাভাইরাস (কোভিড-১৯) বিরুদ্ধে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা গেছে মুসল্লিদের।

অন্যান্য দেশে মসজিদে বিপুল সংখ্যক মানুষকে ভিড় করতে দেখা গেছে। এটি আলবেনিয়ায় ঈদের জামাতের দৃশ্য।

এসএমএম

আরও পড়ুন