• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৩, ২০২০, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২০, ০৪:২৮ পিএম

করোনায় আক্রান্ত শহিদ আফ্রিদি

করোনায় আক্রান্ত শহিদ আফ্রিদি
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ● ফাইল ছবি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এ অলরাউন্ডার।

আফ্রিদি করোনা আক্রান্তের খবর জানিয়ে টুইটারে লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকে ভালো বোধ করছিলাম না। শরীরে বাজেভাবে ব্যথা হচ্ছিল। আমি টেস্ট করিয়েছি এবং অপ্রত্যাশিত হলেও সত্যি আমি কোভিড পজিটিভ হয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠতে সকলের দোয়া চাইছি।’

 

হাই-প্রোফাইল ক্রিকেটারদের মধ্যে ৪০ বছর বয়সী আফ্রিদিই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হলেন। তার স্বদেশি কয়েকজন সাবেক ক্রিকেটার আক্রান্ত হলেও আফ্রিদির মতো তারকাখ্যাতি পাওয়া কেউ বিশ্বেই প্রথম কোভিডে শনাক্ত হলেন।

পাকিস্তানের জার্সিতে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টুয়েন্টি খেলেছেন আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কোভিড আক্রান্তদের জন্য নানা রকম সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন গত কয়েকমাস।

এসএমএম

আরও পড়ুন