• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২০, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২০, ০৩:০০ পিএম

মাশরাফীর শারীরিক অবস্থার উন্নতি

মাশরাফীর শারীরিক অবস্থার উন্নতি
মাশরাফী বিন মোর্ত্তজা

জাতীয় দলের ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার শারীরিক অবস্থা উন্নতির পথে। জ্বর কমতে শুরু করেছে। শরীরের ব্যথাও কম। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহর পরামর্শ মেনে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফী। চেকআপে খারাপ কিছু আসেনি।

মাশরাফী করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সরগরম টাইগার ক্রিকেট অঙ্গন। কিংবদন্তি অধিনায়কের অবস্থা জানতে ব্যস্ত সংবাদকর্মী ও সমর্থকরা। শারীরিক অবস্থা খারাপ হয়েছে, ভর্তির জন্য হাসপাতালে খোঁজা হচ্ছে, এমন খবরে বিভ্রান্ত হয়েছেন ম্যাশ নিজে। ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. এ বি এম আবদুল্লাহর পরামর্শে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন মাশরাফী।

মাশরাফীর দেখভাল করছেন স্ত্রী সুমনা হক সুমি। মা-বাবার কাছ থেকে আলাদা রাখা হয়েছে ছেলে ও মেয়েকে। কোনও খবরে বিভ্রান্ত না হতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মাশরাফীর ছোট ভাই।

শনিবার (২০ জুন) করোনায় আক্রান্ত হন মাশরাফী। একই দিনে আরেক টাইগার অপুরও পজেটিভের খবর আসে।

মাশরাফীর পর করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টে পজিটিভ হয়েছেন তার ছোট ভাই মোরসালিন।

এসএমএম

আরও পড়ুন