• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০২০, ১১:৩১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০২০, ১১:৩১ এএম

লঙ্কা সফরে সাকিবকে চায় বিসিবি

লঙ্কা সফরে সাকিবকে চায় বিসিবি
সাকিব আল হাসান ● ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর পার করে অন্যরকম অপেক্ষা সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা পর্ব শেষে কি শ্রীলংকা সফরে প্রত্যাবর্তন ঘটছে টাইগার মহাতারকার? আভাস অনুযায়ী, নভেম্বরে খেলা হলে সাকিবকে ফিরে পাবার সম্ভাবনা উজ্জ্বল। দলের সেরা অস্ত্রকে নিয়ে লঙ্কা পরীক্ষায় নামতে ইতিবাচক ক্রিকেট বোর্ড। কোচ ডমিঙ্গোর সাথে পরামর্শ কোরে সিদ্ধান্ত নেয়া হবে, জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

২০০৬ এর ৬ আগস্ট, জিম্বাবুয়ে সফরে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু সাকিবের। ওখান থেকে টাইগার ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্রের উত্থান, ম্যানেজমেন্টের প্রত্যাশা ছাড়িয়ে পরের ১৪ বছর, ধাপে-ধাপে সাকিব পৌঁছেছেন বিশ্বসেরার কাতারে।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর পূর্তি, উপলক্ষটা একটু ভিন্ন সাকিবের জন্য। মাঝে নষ্ট হয়েছে মূল্যবান সময়। নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের আভাস। স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্লটে অপেক্ষা শ্রীলঙ্কা সফরের।

লঙ্কান ডেরায় সিরিজ কবে, তা নিশ্চিত নয়। তবে আভাস মিলেছে, খেলা হতে পারে নভেম্বরে। তার আগে ২৮ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। আইনি জটিলতা ও ফিটনেস পর্ব সামলে সাকিবের লঙ্কা সফর ঠিক কতোটা সম্ভব? কঠিন চ্যালেঞ্জে ইতিবাচক থাকছে বোর্ড।

নিষেধাজ্ঞার কারণে আপাতত বিসিবির অবকাঠামো ব্যবহার করতে পারছেননা সাকিব। ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক অনুশীলনের কাজ সারবেন ইংল্যান্ডে।

পারফর্মেন্সের বিচারে-১৪ বছর একই নির্দেশনায় ছুটেছে গ্রাফ। বাজে পারফর্মেন্সের কারণে কখনো বিরতি পড়েনি সাকিবের ক্যারিয়ারে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দীর্ঘ বিরতির পর চাপ সামলে কি আবার পারবেন বিশ্বসেরার রুপে ফিরতে? সাকিবের প্রত্যাবর্তনের ইঙ্গিতে অন্যরকম আগ্রহ লংকা সফর নিয়ে।

কেএপি

আরও পড়ুন