• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০, ১২:২৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২০, ১২:২৮ এএম

শঙ্কায় বাংলাদেশের লঙ্কা সফর

শঙ্কায় বাংলাদেশের লঙ্কা সফর

শ্রীলঙ্কা সরকারের কড়াকড়িতে শঙ্কায় বাংলাদেশের লঙ্কা সফর। কোয়ারেন্টিনের দিন না কমানো, সফরের সদস্য সংখ্যা কমানো, অনুশীলনে করোনাভাইরাস (কোভিড-১৯) সতর্কতার কড়াকড়ি আরোপ করতে চায় সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দুই বোর্ডের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে প্রতিনিয়ত। বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানান, আগামী দুই দিনের মধ্যে বিষয়গুলো চূড়ান্ত হবে।

বিসিবির চাওয়া ছিল বেশিরভাগ ক্রিকেটারকে ম্যাচের স্বাদ দেয়া। সেজন্য লম্বা এক বহর শ্রীলঙ্কায় পাঠানোর কথা ছিল। পাইপলাইনে থাকাদের পাঠানোর পরিকল্পনা ছিল এইচপির আওতায়। সময় যত গড়াচ্ছে ততই ফিকে হচ্ছে বিসিবির সেই চাওয়া।

লঙ্কা ও বাংলাদেশ বোর্ড সমঝোতায় এসে নিয়মনীতি কিছুটা শিথিল করতে চেয়েছিল। তবে বাধ সেধেছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। কোয়ারেন্টিন ১৪ দিনই করতে বলছে, সদস্য সংখ্যা সীমিত করা, অনুশীলনের বাধা নিষেধ বিসিবিকে ভাবাচ্ছে। 

সফরের কার্যক্রমে গতি কমিয়ে যোগাযোগ বাড়িয়েছেন কর্তারা।

এতো কিছুর পরেও সিরিজ পেছানো কিংবা স্থগিতের ভাবনা নেই বিসিবি। তাকিয়ে থাকছে লঙ্কান বোর্ডের দিকে। আশায় আছেন টাইগারদের সর্বোচ্চ প্রস্তুতির নেয়ার মতো পরিবেশ নিশ্চিত করবে, সাথে সিরিজটাও হবে।

এইচপি দলের সফর পড়ে গেছে চরম অনিশ্চয়তায়। জাতীয় দল ছাড় পেলেও ঠিক সময়ে এইচপি দলের লঙ্কা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত বিসিবির ভাবনায় তাই তিন টেস্টের সিরিজ।

কেএপি