• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৩:০৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৩:০৩ পিএম

টোকিও অলিম্পিকে থাকছে না বর্ণাঢ্য আয়োজন

টোকিও অলিম্পিকে থাকছে না বর্ণাঢ্য আয়োজন

বিশ্বের অন্যতম মেগা ইভেন্ট অলিম্পিক গেমস চলতি বছরের জুলাইয়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে দেয় বিশ্ব অলিম্পিক কমিটি। 

তবে করোনা পরিস্থিতিতেও আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই অলিম্পিক আয়োজনের জন্য মুখিয়ে আছে জাপান। অলিম্পিক গেমসটিকে নিরাপদ এবং সুরক্ষিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন টোকিও অলিম্পিক আয়োজনের সভাপতি ইউশিরো মোরি।  

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই অলিম্পিকের সকল প্রস্তুতি নেয়া হবে। এ কারণেই বর্নাঢ্যভাবে অলিম্পিক আয়োজন না করার পরিকল্পনা নেয়া হয়েছে। 

এদিকে, ইউএস ওপেন আয়োজনের সফলতাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান নির্বাহী তোশিরো মুতো। তিনি বলেন, আমরা চেষ্টা করবো যতটা সাধারণভাবে অলিম্পিক আয়োজন করা যায়। এ জন্য সেপ্টেম্বরের শেষে আমরা আমাদের পরিকল্পনাটি চূড়ান্ত করবো। তবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর মধ্যেই টোকিও গেমসকে জাঁকজমকপূর্ণ না করার জন্য আলোচনা শুরু করে দিয়েছে।

এসইউ