• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ০৯:০৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০, ১১:২২ এএম

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

পিএসজি’র ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ। ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিবাদে জড়ানোয় এ শাস্তি পেতে হলো ২৮ বছর বয়সী তারকাকে। সে ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চড় মেরে বসেন তিনি। ওই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। 

এদিকে, ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। পরে গঞ্জালেজ ঐ অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন। 

উল্লেখ্য, আলোচিত এই ম্যাচটিতে নেইমারসহ মোট ৫ ফুটবলার লাল কার্ড দেখেন। এদের মধ্যে পিএসজির কুরজাওয়া ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্শেইয়ের আমভাই নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচ। দলটির বেনেদিত্ত এবং পিএসজির প্যারাদেসরা নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচের জন্য।

জাগরণ/এমআর