• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০, ০২:৫১ পিএম

বার্সেলোনার বিপক্ষে মামলার হুমকি দিলেন সেতিয়েন

বার্সেলোনার বিপক্ষে মামলার হুমকি দিলেন সেতিয়েন

বার্সেলোনার বিপক্ষে মামলা করার হুমকি দিয়েছেন কিছুদিন আগে বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন। টুইটারে এক বিবৃতিতে এই স্প্যানিশ কোচের দাবি, বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ১৭ আগস্ট তিনি চাকরি হারান। কিন্তু এই ঘটনার একমাস পর ১৬ সেপ্টেম্বর বার্সেলোনা ফ্যাক্সের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করেছে।

এমন ঘটনায় বেশ চটেছেন ৬১ বছর বয়সি এই কোচ। সেই সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী ২০২২ সালের আগে তাকে বরখাস্ত করায় ক্ষতিপূরণ হিসেবে ৪ মিলিয়ন ইউরো দাবি করেছেন সেতিয়েন। ক্ষতিপূরণ না পেলে তিনি ও তার তিন সহকারী আদালতে বার্সেলোনার বিপক্ষে মামলা করার ঘোষণাও দিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম বলছে, সেতিয়েনের সঙ্গে বার্সেলোনার ঝামেলা না মিটলে লা-লিগার কোনো ম্যাচেই কোচ হিসেবে ডাগ আউটে থাকতে পারবেন না রোনাল্ড কোম্যান। 

এসইউ