• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৯:৪২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৯:৪২ এএম

মায়াঙ্কের সেঞ্চুরি, ইতিহাস গড়ে জিতল রাজস্থান 

মায়াঙ্কের সেঞ্চুরি, ইতিহাস গড়ে জিতল রাজস্থান 

চলিত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রোমাঞ্চকর একটি ম্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে রান তাড়া করে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের দেয়া ২২৪ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই।

এদিন শারজায় প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তোলে। জয়ের জন্য রাজস্থানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৪ রান। ১৯.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ম্যাচ জিতে যায় রাজস্থান।

পাঞ্জাবের হয়ে মায়াঙ্ক আগরওয়াল দুর্দান্ত শতরান করেন। যদিও দল হারায় মূল্যহীন হয়ে যায় তার অনবদ্য ইনিংস। তিনি ৫০ বলে ১০৬ রান করেন। লোকেশ রাহুল ৬৯ রান করে আউট হন।

রাজস্থানের হয়ে ৪২ বলে ৮৫ রান করেন সঞ্জু স্যামসন। ২৭ বলে ৫০ রান করেন স্টিভ স্মিথ। রাহুল ৩১ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। জফরা আর্চার ও টম কারান দলের জয় নিশ্চিত করেন। মোহাম্মদ শামি তিনটি উইকেট নিলেও চার ওভারে ৫৩ রান খরচ করেন। ম্যাচসেরা হয়েছেন স্যামসন।

জাগরণ/এমআর