• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ১২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২০, ১২:১৮ পিএম

মানুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াবে না পাঞ্জাব 

মানুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াবে না পাঞ্জাব 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলের তলানিতে ছিলো কিংস ইলেভেন পাঞ্জাব। আগের ৭ ম্যাচে ছিল মাত্র ১ জয়। বেঙ্গালুরুকে কাল ৮ উইকেটে হারালেও পয়েন্টে তাদের অবস্থানের পরিবর্তন ঘটেনি। তবে শারজায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে সহজ ম্যাচ ভীষণ কঠিন করে জেতায় অভিনেত্রী প্রীতি জিনতা রসিকতা করেছেন নিজের দল নিয়েই।

জয়ের জন্য শেষ দুই ওভারে মাত্র ৭ রান দরকার ছিল পাঞ্জাবের। ১৯তম ওভারে ক্রিস গেইল–লোকেশ রাহুল মিলে ৫ রান তোলার পর শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ২ রান। যুজবেন্দ্র চাহালের করা সেই ওভারে এই ২ রান তুলতেই ঘাম ছুটে যায় উইকেটে ‘সেট’ হয়ে যাওয়া গেইল–রাহুলের। 

গেইল তো আউট হয়েছেনই, জয়ের জন্য পাঞ্জাবকে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। ছক্কা মেরে জয় এনে দেন নিকোলাস পুরান। স্নায়ুক্ষয় করে তুলে আনা জয়ের আনন্দে গ্যালারিতে উল্লাস করেন প্রীতি।

পরে মজা করে টুইট করেছেন পাঞ্জাবের এই জয় নিয়ে, শেষ পর্যন্ত আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় জয়টা মিলল। আশা করি আমাদের দল ক্রিকেটের নামে লোকের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াবে না। একটা প্রয়োজনীয় সতর্কবার্তা দিই-পাঞ্জাবের ম্যাচ দুর্বলচিত্তের লোকদের জন্য নয়। তবে আরসিবির বোলারদের ঘুরে দাঁড়ানোর প্রশংসা রইল।

উল্লেখ্য, দ্বিতীয় পর্বে উঠতে পাঞ্জাবকে এখন আর হারলে চলবে না। বাকি সবগুলো ম্যাচই জিততে হবে। ৮ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে রাহুলের দল। পাঞ্জাবের হাতে রয়েছে আর ৬ ম্যাচ। 

জাগরণ/এমআর