• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০২:০৮ পিএম

চেলসির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল সেভিয়া

চেলসির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল সেভিয়া

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে চেলসির বিপক্ষে গোলশুন্য ড্র করেছে সেভিয়া। পুরো ম্যাচে দুই দল সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতা আর গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা মেলেনি। 

ম্যাচের বেশিরভাগ সময়ে বল দখলের লড়াইয়ে সেভিয়াই এগিয়ে ছিল। ১৮ মিনিটের মাথায় সুসোর ক্রসে বল পেয়ে নেমেঞ্জার নেয়া হেড ঠেকিয়ে দেন চোট থেকে সেরে আবারো গোলবারের নিচে দাঁড়ানো এদুয়ার্দো মেন্দি। বিরতির ঠিক আগ মুহূর্তে লুকাস ওকাম্পোসের নেয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান চেলসি গোলরক্ষক। 

বিরতির পর ৫৬ মিনিটে ম্যাসন মাউন্টের পাসে বল পেয়ে টিমো ওয়ের্নেরের নেয়া ডান পায়ের দূরপাল্লার শট বাম দিকে ঝাঁপিয়ে ঠেকান সেভিয়া গোলরক্ষক। ১১ মিনিট পর 
ভান রাকিতিচের কর্নার থেকে সেভিয়ার এক খেলোয়াড়ের বুলেট গতির ভলি গোলপোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। কোনো দলই তারপর গোলের সুযোগ তেমন একটা তৈরি করতে পারেনি। 

ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে এই প্রথম কোনো ম্যাচে গোলশুন্য ড্র করলো চেলসি। স্যার ববি রবসনের পর চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে মাত্র দ্বিতীয় ইংলিশ কোচ হিসেবে টানা দুই মৌসুম একটি দলের দায়িত্ব নিয়ে ডাগ আউটে নেমেছিলেন ল্যাম্পার্ড। ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লীগের এক ম্যাচে সেভিয়ার বিপক্ষে সবচেয়ে কম সুযোগ তৈরি করেছে চেলসি। তবে ওই আক্ষেপের চেয়ে আপাতত গোল হজম না করাই ল্যাম্পার্ডের অর্জন। তবে চেলসির মাঠ থেকে সেভিয়ার ১ পয়েন্ট পাওয়াকেও অর্জনের খাতায় রাখতে হবে। 

এসইউ