• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০২:৫১ পিএম

ডর্টমুন্ডকে হারিয়ে ১৩ বছরের অপেক্ষা ঘুচাল লাজিও 

ডর্টমুন্ডকে হারিয়ে ১৩ বছরের অপেক্ষা ঘুচাল লাজিও 

অঘটনের জন্ম দিয়ে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের প্রথম জয় ঘরে তুলেছে ইতালিয়ান ক্লাব লাজিও।

স্তাদিও অলিম্পিকোতে গত মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে জোয়াকুইন করেরার পাসে বল পেয়ে বাম পায়ের শটে চিরো ইম্মোবিলে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন। অথচ রবার্ট লেভানডফস্কি ক্লাব ছাড়ার পর তার জায়গায় চিরো ইম্মোবিলে দলে নিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। এক মৌসুমে বুন্দেস লিগায় ২৪ ম্যাচে মাত্র ৩ গোল করা এই ফুটবলার পরে আগের ঠিকানা লাজিওতে ফিরে ক্যারিয়ারের বাক বদল করেন। গতবার গোল্ডেন স্যু জিতে লাজিওকে তিনি চ্যাম্পিয়নস লীগে নিয়ে যেতে বিশাল ভূমিকা রাখেন। ডর্টমুন্ডকে হারানোর পথে তার করা প্রথম গোল লাজিওকে উজ্জীবিত করে।

২৩ মিনিটের মাথায় মারউইনের আত্মঘাতী গোলে দুই গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। বিরতির পর ৭১ মিনিটের মাথায় জিওভান্নি রেয়নার পাসে বল নিয়ে এর্লিং ব্রুট হালান্ড গোল করে ব্যবধান কমিয়ে অতিথিদের খেলায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও ৫ মিনিট পর ইম্মোবিলের কাছ থেকে বল আদায় করে আকপা-আকপ্রো গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। 

এসইউ