• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০, ০৯:৫৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২০, ০৯:৫৮ এএম

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল শুরু ৩১ অক্টোবর

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল শুরু ৩১ অক্টোবর

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওরিয়েন্ট ব্রেডের পৃষ্ঠপোষকতায় আগামী ৩১ অক্টোবর থেকে চার দলের অংশগ্রহণে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ওরিয়েন্ট ব্রেড ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ)’ শুরু হতে যাচ্ছে। 

এবারের আসরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং টিম হ্যান্ডবল ঢাকা অংশ নেবে।

এই টুর্নামেন্টের সব খেলা সরকারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এবং করোনভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধ সংক্রান্ত সব রকমের স্বাস্থ্য বিধি-বিধান অনুসরণ করেই পরিচালনা করা হবে। তাই সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে রোববার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এসইউ