• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০২০, ১১:০৫ এএম

এবার ওয়েব সিরিজে সানিয়া মির্জা

এবার ওয়েব সিরিজে সানিয়া মির্জা

ভারতের টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা এবার অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়। তাকে দেখা যাবে ‘নিষেধ এলোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে। মূলত টিবি বা যক্ষ্মা রোগের বিরুদ্ধে জনসচেতনতায় এ ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে।এর আগে একাধিকবার সিনেমার নামার প্রস্তাব পেয়েছিলেন সানিয়া। তবে খেলা ছেড়ে বড় পর্দায় মুখ দেখাতে রাজি হননি। তবে এবার অনুরোধের ঢেঁকি গিললেন সানিয়া।

এ প্রসঙ্গে সানিয়া মির্জা বলেন, আমাদের দেশে (ভারতে) ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০ শতাংশ টিবি রোগে আক্রান্ত। এ রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং চিন্তাধারা বদলাতে হবে, যার জন্য এই ওয়েব সিরিজ। আমার বিশ্বাস, এই চরিত্রে আমার উপস্থিতি টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় এবং ইতিবাচক একটি ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি প্রবিহিশন সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ প্রচার করা হবে।

জাগরণ/এমআর