• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০২০, ১২:৩১ পিএম

আরও দুই বছর ম্যানসিটিতে থাকছেন গার্দিওলা

আরও দুই বছর ম্যানসিটিতে থাকছেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ পেপ গার্দিওলা। আগামী ২০২৩ সাল পর্যন্ত তিনি এই ইংলিশ ক্লাবেই থাকছেন। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

আগামী মৌসুমের শেষেই সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হতো। তার আগেই সিটি জানিয়ে দিয়েছে, তাদের সঙ্গে আরও দুই বছর থাকছেন এ স্প্যানিশ কোচ।

চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিকতা শেষে গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আসার পর এই ক্লাব ও এই শহরে খেলোয়াড়, স্টাফ, সমর্থক, ম্যানচেস্টারের বাসিন্দা এবং চেয়ারম্যান ও মালিকের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পেয়েছি। তারপর থেকে একসঙ্গে অনেক সাফল্য অর্জন করেছি, অনেক গোল পেয়েছি এবং ম্যাচ ও ট্রফি জিতেছি। আমরা সবাই এই সাফল্যে গর্বিত।’

স্প্যানিশ কোচ আরও বলেন, ‘এই মৌসুমের পর আরও দুই বছর আমাকে রেখে দিয়ে আমার উপর যে আস্থা রেখেছেন মালিক ও চেয়ারম্যান, তাতে আমি ধন্য।’

বার্সেলোনার সাবেক এই কোচ নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জানিয়ে বলেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে উন্নতি ও বিকাশের ধারা ধরে রাখা এবং ম্যানচেস্টার সিটিকে এই লক্ষ্য অর্জনে সহায়তা করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

২০১৬ সালে বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন পেপ গার্দিওলা। তার অধীনে এখন পর্যন্ত ২৪৫টি ম্যাচ খেলেছে সিটি। তাতে জয় পেয়েছে ১৮১টিতে, জয়ের হার ৭৩.৮৭ শতাংশ। এ সময়ে গার্দিওলার অধীনে ২টি প্রিমিয়ার লীগ শিরোপাসহ মোট ৮টি শিরোপা ঘরে তোলে সিটি।

এসইউ